শিবশংকর সূত্রধর, কোচবিহার: কোচবিহারে কার্যত মৃত্যু মিছিল চলছে। দু’দিন আগে তোর্ষায় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দুই তরুণ-তরুণীর। ফের কোচবিহার (Cooch Behar) শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘীতে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার (Old lady demise)। ঘটনায় শোরগোল শহরে।
শনিবার পথচারীদের নজরে পরে বৃদ্ধার দেহ। কোতোয়ালি থানার পুলিশকে (Police) খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJN Medical School) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় প্রশাসনিক নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। এরআগেও একাধিকবার সাগরদিঘিতে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দু’জন নিরাপত্তারক্ষীকে সরকারিভাবে নিয়োগ করা হয়। যাদের সাগরদিঘি চত্বরে ঘুরে নজরদারি রাখার কথা। কিন্তু তাদের খুব একটা দেখা যায় না বলেই অভিযোগ। ফলে দীঘিতে নেমে স্নান করার ঘটনা যেন নিত্যদিন ঘটছে। তবে ওই বৃদ্ধা কেন সাগরদিঘিতে (Sagar Dighi) নেমেছিলেন বা কিভাবে তার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। কোতোয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘বৃদ্ধার দেহ ময়নাতদন্তের পাশাপাশি তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।’