কোচবিহার: কোচবিহারে আটক হওয়া হায়দ্রাবাদের বাসিন্দা নবীন কল্লু (৩২)-কে নিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে রেলগুমটি এলাকায় ঘুরতে দেখা যায় নবীনকে। সেই সময় কয়েকজনের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। এরপরেই তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। সোমবার সন্ধ্যায় নিয়ম মেনে তাঁকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় সে শৌচালয়ে যেতে চায়। এরপরই বাঁধে বিপত্তি।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ নবীনের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে শৌচাগারে যায়। এরপর শৌচাগারের দরজা বন্ধ করে দেওয়ার পর দীর্ঘক্ষণ তা না খোলায় পুলিশ দরজায় ধাক্কা দেয়। সেই সময় সে ভেতরে ভাঙচুর শুরু করে দেয়। পুলিশ তাঁকে বের করতে চাইলে শৌচাগারের ভেতরে একটি লোহার রড দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পুলিশের বিশাল বাহিনী ও দমকলের কর্মীরা তাঁকে উদ্ধার করতে হাসপাতালে হাজির হন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কৃষ্ণগোপাল মিনার কথায়, ‘ওই ব্যক্তি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। বোঝা যাচ্ছে সে মানসিকভাবে অসুস্থ। আমরা চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি। প্রয়োজনে ওকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
এমজেএন মেডিকেলের এমএসভিপি সৌরদীপ রায়ের বক্তব্য, ‘এই ঘটনায় অন্য রোগীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য আমাদের কর্মীদের পাশাপাশি পুলিশ মোতায়েন ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’