শিবশংকর সূত্রধর কোচবিহার: শনিবার সকালে সাগরদিঘিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর সামনে আসে। সেই রেশ কাটতে না কাটতেই সুনীতি রোডের পাশে একটি লজ থেকে উদ্ধার হল বিএসএফ জওয়ান (BSF Jawan) নাসিপ এসএস (৩৯)-র দেহ! লজের বন্ধ ঘরে বিছানার ওপর থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে। কিভাবে মৃত্যু হল তা নিয়েও রহস্য দেখা গিয়েছে। চলতি সপ্তাহেই শহরের অন্য একটি লজ থেকে যুবকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল। দু’দিন আগেই তোর্ষায় তলিয়ে মৃত্যু হয় দুই তরুণ-তরুণীর। বারবার এ ধরনের ঘটনায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
জেলা পুলিশের (Police) এক আধিকারিকের কথায়, ‘মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন। তা থেকে অনুমান তিনি মানসিক রোগের ওষুধ খেতেন। তবে তাঁর মৃত্যু কিভাবে হল তা খতিয়ে দেখা হচ্ছে।’ লজের রেজিস্ট্রার অনুযায়ী, মৃত ব্যক্তি কেরালার বাসিন্দা। কোচবিহারের (Cooch Behar) রূপনগর বিএসএফ ক্যাম্প থেকে লজে এসেছিলেন।
লজের মালিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা, ‘শুক্রবার বেলা বারোটা নাগাদ উনি লজে এসেছিলেন। শনিবার চেকআউটের সময় আমরা ডাকাডাকি করি। সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তারাই দেহ উদ্ধার করেছে।’ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।