Cooch Behar | পাখির ছবিতে রাজ্যসেরা শুভঙ্কর

Cooch Behar | পাখির ছবিতে রাজ্যসেরা শুভঙ্কর

খেলাধুলা/SPORTS
Spread the love


শিবশংকর সূত্রধর, কোচবিহার: জীববৈচিত্র্য বিষয়ক ছবি তুলে রাজ্যসেরার খেতাব পেলেন কোচবিহার (Cooch Behar) শহরের ফোটোগ্রাফার শুভঙ্কর বর্ধন। রাজ্য সরকারের পরিবেশ বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পেশায় শিক্ষক শুভঙ্কর। মাছ শিকার করে নিয়ে যাওয়া উড়ন্ত এক পরিযায়ী পাখির ছবিই তাঁকে রাজ্যসেরার পুরস্কার এনে দিয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত শুভঙ্কর বলেছেন, ‘ছবি তোলা আমার শখ। যখনই সুযোগ পাই ছবি তুলি। পাখির মাছ শিকারের এমনই এক ছবি রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। ছবি তোলার উৎসাহ আরও বেড়ে গেল।’

জলাশয় থেকে শিকারি এক পরিযায়ী পাখি মাছ ধরে নিয়ে যাচ্ছে। ডানা ঝাপটানোয় উড়ন্ত পাখিটির চারপাশে বিন্দু বিন্দু জলকণা ছড়িয়ে পড়েছে। সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে সেই বিন্দুগুলি সোনালি রং ধারণ করেছে। শিকারির ডানায় আলো-অন্ধকারের খেলায় নাটকীয় হয়ে উঠেছে ছবিটি। ২০২৪ সালের নভেম্বর মাসে কোচবিহার-১ ব্লকের পানিশালায় এই দৃশ্য লেন্সবন্দি করেছিলেন শুভঙ্কর। তিনি কোচবিহার শহরের ম্যাগাজিন রোড এক্সটেনশন এলাকার বাসিন্দা। ছবি তোলা তাঁর শখ। আর পেশায় তিনি কালজানি বেলতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর আগেও বেসরকারিভাবে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ফোটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছিলেন শুভঙ্কর। তবে এবার সরকারি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করায় উচ্ছ্বসিত তিনি। রাজ্য সরকারের তরফে জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে এই সম্পর্কিত ছবির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ২২ মে কলকাতার নিউটাউনে আয়োজিত অনুষ্ঠানে শুভঙ্করের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা। কোচবিহারের প্রাকৃতিক পরিবেশ বরাবরই ছবিশিকারিদের কাছে জনপ্রিয় জায়গা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *