তুফানগঞ্জ: টেন্ডার না করে অবৈধভাবে সরকারি পুকুর লিজ দেওয়া হয়েছে। তাও আবার নিজেদের পছন্দের লোককে। গুরুতর এই অভিযোগ উঠেছে তুফানগঞ্জ-১ ব্লকের তৃণমূল পরিচালিত ধলপল-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনায় প্রধানের সঙ্গে নাম জড়িয়েছে দলের অঞ্চল সভাপতিরও। মঙ্গলবার এই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে দলের একাংশ নেতা-কর্মী। যা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। যদিও এই অভিযোগ মানতে চাননি গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতমী দাস। তিনি বলেন, ‘সমস্ত রকম সরকারি নিয়ম মেনেই পুকুর লিজ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাশাপাশি মাইকিং করে প্রচারও চালানো হয়েছিল। অবৈধভাবে পুকুর লিজ দেওয়ার যে অভিযোগ উঠেছে, সবটাই ভিত্তিহীন।’
ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের রাভাপাড়া, খাসবস এবং বালাকুড়ায় তিনটি সরকারি পুকুর রয়েছে। পুকুরগুলি পঞ্চায়েতের তরফে লিজ দিতে হলে বিজ্ঞাপন দিয়ে টেন্ডার ডাকতে হয়। কিংবা নিলাম করতে হলে মাইকিং করে প্রচার করতে হয়। গ্রামের একাংশ বাসিন্দার অভিযোগ, ওই তিনটি পুকুর লিজের সময় কোনও টেন্ডার ডাকা হয়নি। লিজ দেওয়ার কোনও প্রক্রিয়াও মানা হয়নি। স্থানীয় বাসিন্দা জাহিরুল আলি বলেন, ‘গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের অঞ্চল সভাপতি পুকুর লিজ দেওয়ার কোনও সরকারি নিয়ম মানেননি। নিয়ম না মেনে ওঁদের পছন্দের লোককে খুব কম টাকার বিনিময়ে পুকুর লিজ দিয়েছেন। এতে তো সরকারি রাজস্ব অনেকটাই কমে যাবে। আমরা বিডিও দপ্তরে সমস্তটা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ আরেক এলাকাবাসী সাহিদুল ইসলাম জানান, গ্রাম পঞ্চায়েতের তরফে নোটিশ দিয়ে, মাইকিং করে সমস্ত গ্রামবাসীদের জানিয়ে টেন্ডার ডাকা হোক। এ ব্যাপারে তুফানগঞ্জ-১ বিডিও সঞ্জয় ঘিসিং আশ্বাস দিয়ে বললেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগের সুর শোনা গেল দলের অঞ্চল সহ সভাপতি আমিনুর রহমানের গলাতেও। তিনি বলেন, ‘আমাদের পুরোপুরি অন্ধকারে রেখে পুকুর লিজ দেওয়া হয়েছে। কোনও সরকারি নিয়ম তাঁরা মানেননি। এভাবে পুকুর লিজ দেওয়া যায় না।’ তৃণমূলের অঞ্চল সভাপতি গিরিজানন্দ সরকারও প্রধানের মতো অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, ‘আমাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। টেন্ডার ডেকে পুরো প্রক্রিয়া হয়েছে। যাঁদের প্রয়োজন হয়েছে, তাঁরা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন।’ দলকে যাঁরা বদনাম করছেন, তাঁদের বিরুদ্ধে জেলা নেতৃত্বকে অভিযোগ জানানো হবে বলে তাঁর পালটা দাবি।