Cooch Behar | নদী ভাঙনে তলিয়ে গিয়েছে ঘর-বাড়ি, প্রশাসনিক আশ্বাসেও মেলেনি সুরাহা, পথ অবরোধ স্থানীয়দের

Cooch Behar | নদী ভাঙনে তলিয়ে গিয়েছে ঘর-বাড়ি, প্রশাসনিক আশ্বাসেও মেলেনি সুরাহা, পথ অবরোধ স্থানীয়দের

শিক্ষা
Spread the love


দিনহাটা: বুড়া ধরলা নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে ঘর-বাড়ি। প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পরও মেলেনি সুরাহা। নাজেহাল দ্বারিকামারী এলাকার বাসিন্দারা। এনিয়ে বিক্ষোভে শামিল হলেন তাঁরা। সোমবার কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-মাতালহাট রাজ্য সড়কের ছোট নাচনিয়া এলাকায় অবরোধে শামিল হন স্থানীয়রা।

তাঁদের অভিযোগ, নদী ভাঙনের জেরে জমি, বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যার ফলে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রশাসনিক আধিকারিকরা এসে আশ্বাস দিলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের শামিল হলেন তাঁরা। স্থানীয়রা জানান, যতদিন না তাঁদের সমস্যা মিটছে, তাঁরা এভাবেই আন্দোলন (Protest) চালিয়ে যাবেন। এদিন ঘটনাস্থলে যায় দিনহাটা থানার পুলিশ (Dinhata Police)। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনকারীরা বিডিওকে ঘটনাস্থলে আসার কথা জানান। লিখিতভাবে না জানালে এই অবরোধ চলতে থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ এখনও চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *