কোচবিহার: এক-দুটো নয়, ৭৩টি ভুয়ো জন্ম শংসাপত্র (Faux delivery certificates) ধরা পড়ল কোচবিহার পুরসভায় (Cooch Behar Municipality)। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল কোচবিহারে (Cooch Behar)। ডিজিটালাইজেশনের কাজ অনেকদিন ধরেই চলছে পুরসভায়। এতে মাসে অথবা দু’মাসে দু-একটি করে ভুয়ো জন্ম শংসাপত্র ধরা পড়ত পুরসভায়। এদিকে নির্বাচনের আগে রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুরু হতে পারে। এনিয়ে জোর চর্চা চলছে।
এই পরিস্থিতিতে গত দু-একমাস ধরে কোচবিহার পুরসভায় জন্ম শংসাপত্রের কার্ড ডিজিটাল করার হিড়িক পড়েছে। আর এতেই একের পর এক ভুয়ো জন্ম শংসাপত্র ধরা পড়ছে। এর অধিকাংশই ধরা পড়েছে গত অগাস্ট মাসে। যদিও এতগুলি ভুয়ো জন্ম শংসাপত্র ধরা পড়লেও যারা এই শংসাপত্র জমা দিতে এসেছিল তাদের কাউকেই এখনও চিহ্নিত করা যায়নি। তাদের কারও নামে এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা করেনি পুরসভা। এতে প্রশ্ন উঠেছে পুরসভার ভূমিকা নিয়েও। এবিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ বলেন, ‘ভুয়ো শংসাপত্রগুলিতে আমার নামে যে সই রয়েছে সেগুলি একটিও আমার সই নয়।’