কোচবিহার: কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে চিন এবং বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারে নামল ব্যবসায়ীদের একটি দল। মঙ্গলবার দুপুর নাগাদ বাজারের কয়েকজন ব্যবসায়ী দেশের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে বিদেশি পণ্য বিক্রি না করার অনুরোধ জানান ক্রেতা-বিক্রেতাদের কাছে। সীমান্তের অস্থির পরিস্থিতিতে বিদেশি পণ্য বয়কটের ডাক যথেষ্টই ঈঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন সকলে।
কোচবিহার জেলার বিভিন্ন বাজারে যে ইলেক্ট্রনিক পণ্য ও খেলনা বিক্রি হয়ে থাকে তার সিংহভাগই আমদানি হয় চিন থেকে। এছাড়াও বাংলাদেশের থেকেও বহু পণ্য আসে এদেশে। তুলনামূলকভাবে চিনা পণ্যের দাম কম থাকায় সেসব সামগ্রীর চাহিদা বরাবরই বেশি থাকে। জেলার অন্যতম বড় এই বাজারে বিদেশি পণ্য যাতে বিক্রি করা এবং কেনা না হয়, সেই অনুরোধ জানিয়েই এদিন রাস্তায় নামেন ব্যবসায়ীদের একাংশ। এদিন বাজারের দোকানগুলিতে গিয়ে হাতজোড় করে ব্যবসায়ীদের কাছে বিদেশি পণ্য বর্জনের অনুরোধ করেন ওই ব্যবসায়ীরা।
এদিন পতাকা হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে ব্যবসায়ী পঙ্কজ বুচ্চাকে। তিনি বলেন, ‘ভারতীয় বাজারে প্রতিদিন প্রচুর টাকার চিন ও বাংলাদেশের পণ্য বিক্রি হচ্ছে। অথচ তারা আমাদের সেনাদের ওপরেই আক্রমণের চেষ্টা চালাচ্ছে। তাই বিদেশি পণ্য বয়কট করে স্বদেশি পণ্য কেনা এবং বিক্রি করার জন্য ক্রেতা এবং বিক্রেতাদের সচেতন করা হল।’
ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা মিঠুন সাহা। তাঁর কথায়, ‘চিন এবং বাংলাদেশ যেভাবে সীমান্তে অস্থিরতা তৈরি করেছে, সেইদিকে তাকিয়ে আমাদের এই বিষয়টি সত্যিই মাথায় রাখা উচিত।’
ছবি রয়েছে