কোচবিহার: গুলিবিদ্ধ হলেন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে। বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা বাজার এলাকায় তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের নিশানায় রয়েছে বিজেপি।
ঘটনাপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা দৌরাত্ম্য বাড়িয়েছিল। তারাই এই হামলা চালিয়েছে।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারও থমথমে রয়েছে এলাকা। এদিন দিনভর কোচবিহার-২ ব্লকজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।