নিশিগঞ্জ ও ঘোকসাডাঙ্গা : একাধিক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। সোমবার বিকেলে কোচবিহার থেকে মাথাভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় উত্তর ২৪ পরগনার সিন্ড্রানি এলাকার বাসিন্দা প্রণব বিশ্বাস ও তার সহযোগী রিংকু বালাকে। একটি কালো ব্যাকপ্যাকের মধ্যে এই গাঁজাগুলি রাখা ছিল। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় প্রায় দশ কেজি গাজা সহ একজনকে গ্রেপ্তার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, একটি সাফারি থেকে প্রায় দশ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা শেরজুল শেখ গ্রেপ্তার করা হয়েছে।