Cooch Behar | কলেজ ভরতে ক্রিকেট! এমন ভাবনায় হতবাক সকলে

Cooch Behar | কলেজ ভরতে ক্রিকেট! এমন ভাবনায় হতবাক সকলে

শিক্ষা
Spread the love


কোচবিহার: কলেজে আসতে চাইছে না পড়ুয়ারা। উপস্থিতির হার ঠেকেছে ৫০ শতাংশে। পড়ুয়াদের কলেজমুখী করতে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ভাবনা গুঞ্জবাড়ির ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজ কর্তৃপক্ষের। শুক্রবার শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে সপ্তাহভর। অংশ নেবে শুধু ছাত্ররা। ছাত্রীদের জন্য বিকল্প ভাবনা রয়েছে কলেজের।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক রফিকউজ্জামান বলেন, ‘পড়ুয়াদের কলেজমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মেয়েদের জন্যও খেলার আয়োজন করা হবে।’

জেলায় একমাত্র এই কলেজটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। ১৩০০ জন পড়ুয়া রয়েছে। কিন্তু দিনের পর দিন উপস্থিতির হার কমছে। উদ্বিগ্ন অধ্যাপকরা। তাঁরা জানালেন, করোনার আগে কলেজ এতটা ফাঁকা থাকত না। অধিকাংশ পড়ুয়া এখন নিয়মিত ক্লাসে আসে না। কলেজের ক্লাসের প্রতি আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবার ক্রিকেট খেলার আয়োজন করায় পড়ুয়ারাও খুশি।

প্রতিযোগিতায় ছাত্রদের ১১টি দলের সঙ্গে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একটি করে, মোট ১৩টি দল অংশ নিয়েছে। মাঠে ক্রিকেট পিচ তৈরি করা হয়েছে। কাপড় দিয়ে মাঠের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমীর মাহাতো বলেন, ‘ইদানীং ছেলেমেয়েরা মাঠের থেকে দূরে চলে যাচ্ছে। কলেজের পাশাপাশি ছাত্রদের মাঠমুখী করতে সাহায্য করবে এই প্রতিযোগিতা। প্রতিটি বিভাগ অংশ নেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *