কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবার ২৩টি নতুন বাস পেল। তার মধ্যে ১৪টি সিএনজি ও নয়টি ডিজেল চালিত বাস। নিগমের তরফে জানানো হয়েছে, ১৪টি সিএনজি বাসের মধ্যে দুটি কোচবিহারের দিনহাটায়, ছয়টি শিলিগুড়িতে ও ছয়টি রায়গঞ্জে চালানো হবে। অপরদিকে, ডিজেলচালিত নয়টি নতুন বাসের মধ্যে তুফানগঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাট ও বহরমপুরে দুটি করে চলবে। মাথাভাঙ্গায় আরও একটি বাস চালানো হবে। আগামী ৩১ জুলাই প্রথমে রায়গঞ্জ থেকে ছয়টি সিএনজি বাস চালানো হবে। তারপর ১ অগাস্ট বালুরঘাট থেকে একটি ভলভো ও একটি ডিজেল বাস চলবে। নতুন বাস পেয়ে এনবিএসটিসি কর্তৃপক্ষ খুশি। এবিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘নতুন বাসগুলি রাস্তায় নামলে আমাদের আয় কিছুটা বাড়বে বলেই আশা করছি।’
এছাড়াও নিগম জানিয়েছে, এতদিন মালদা থেকে দিঘা হয়ে কলকাতা পর্যন্ত যে ভলভো বাসটি চলাচল করত সেটি এখন থেকে বালুরঘাট থেকে ছাড়বে। সম্প্রতি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেসরকারি বিভিন্ন সংস্থা গাড়ি চালিয়ে লাভের মুখ দেখলেও সরকারি পরিবহণ নিগমটি দীর্ঘ বেশ কিছু বছর ধরে বাস চালিয়েও লাভের মুখ দেখতে ব্যর্থ হয়েছে। বরং প্রতিমাসে সংস্থার কোটি কোটি টাকা ঘাটতি থাকার খবর সামনে আসে। বর্তমানে এনবিএসটিসি-র প্রায় ৭০০টি বাস রয়েছে। এর মধ্যে ৫৫০-৬০০টি বাস প্রতিদিন রাস্তায় চলাচল করে। এছাড়া সংস্থার প্রায় ২৫০০ কর্মীর মধ্যে ৪০০ জন স্থায়ী কর্মী রয়েছেন। এছাড়া ৮০০ জন গাড়ির চালক এবং ৮৫০ জন কনডক্টার রয়েছেন। প্রতিদিন গড়ে ২১৯টি রুটে এনবিএসটিসি তাদের বাস চালায়। প্রতিদিন গড়ে ১ লক্ষ ৭০ হাজার কিলোমিটার ও মাসে প্রায় ৫০ লক্ষ কিলোমিটার দূরত্বে গাড়িগুলি চলাচল করে। এই অবস্থায় গাড়ি চালানোর খরচ, কর্মীদের বেতন সহ সবকিছু মিলে প্রতিমাসে সংস্থার প্রায় ২০ কোটি টাকা খরচ হয়। অথচ গাড়ি চালিয়ে ও সংস্থার অন্যান্য আয়ের উৎস থেকে প্রতি মাসে গড়ে ১৫ থেকে ১৬ কোটি টাকা আয় হয়। অর্থাৎ প্রতিমাসে নিগম প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন গাড়ি চালিয়ে কীভাবে এই ঘাটতি পূরণ করা যায়, সে বিষয়েই নজর দিচ্ছে এনবিএসটিসি।