Cooch Behar | একসঙ্গে তিনটি আবেদন প্রক্রিয়া, লক্ষ্মীলাভের আশায় সাইবার ক্যাফে

Cooch Behar | একসঙ্গে তিনটি আবেদন প্রক্রিয়া, লক্ষ্মীলাভের আশায় সাইবার ক্যাফে

শিক্ষা
Spread the love


কোচবিহার: একদিকে প্রায় দু’সপ্তাহ ধরে স্নাতক স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। স্কুল সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ফর্ম ফিলআপও শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। সবমিলিয়ে, একসঙ্গে তিনটি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ায়, ভিড় বেড়েছে শহরের সাইবার ক্যাফেগুলিতে। বছরের অন্যান্য সময় ক্যাফেগুলিতে সেভাবে ভিড় থাকে না বললেই চলে। ফলে এখন কলেজ পড়ুয়া থেকে চাকরিপ্রার্থীদের দেখা মিলতেই খুশি ক্যাফে মালিকরাও। অতিরিক্ত লক্ষ্মীলাভের আশায় অনেকেই রাত অবধি তাঁদের দোকান খোলা রাখছেন।

ঘড়িতে তখন দুপুর ১টা পেরিয়েছে। শহরের নিউ সিনেমা হল সংলগ্ন একটি ক্যাফেতে তখন আবেদনকারীদের ভিড়। ক্যাফে মালিক প্রসেনজিৎ নারায়ণ বললেন, ‘একসঙ্গে তিনটি ফর্ম ফিলআপ চলছে। সে কারণে অন্যান্য সময়ের তুলনায় ভিড় খানিকটা বেড়েছে। রাত পর্যন্ত এখন দোকানে ভিড় থাকছে।’ তবে ইদানীং অনেকেই অনলাইনে আবেদন করেন। নাহলে ভিড়টা আরও বেশি হত বলে মনে করছেন তিনি। একই মত বামনপাড়া এলাকার ক্যাফে মালিক ত্রিদিব চক্রবর্তীর। তাঁর বক্তব্য, ‘আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার আবেদন করতে লাইন দিয়ে চাকরিপ্রার্থীরা দাঁড়িয়ে থাকতেন। এখন ক্যাফের সংখ্যা বাড়ায় এবং সকলেই অনলাইনে অভ্যস্ত হওয়ায়, ভিড় অনেকটাই কমেছে।’

দীর্ঘদিন পর শিক্ষক নিয়োগের এসএসসির পরীক্ষা হওয়ায় আবেদনকারীদের সংখ্যা অনেকটাই বেড়েছে। বেড়েছে স্টাফ সিলেকশনের চাকরিপ্রার্থীদের সংখ্যাও। সুনীতি রোড এলাকার ক্যাফেকর্মী গদাই কেওট জানান, গত কয়েকদিন ধরে সকাল থেকেই দোকানে ভিড় থাকছে। কলেজ পড়ুয়াদের তুলনায় চাকরিপ্রার্থীদের ভিড় এখন বেশি হচ্ছে।’ এদিন শহরের ক্যাফেগুলি ঘুরে দেখা গেল, চাকরির পরীক্ষার এবং কলেজে ভর্তির আবেদনের জন্য ক্যাফেগুলি থেকে চার্জ বাবদ ৫০ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। বাড়তি লক্ষ্মীলাভ হওয়ায় দুপুরেও ক্যাফে খোলা রাখছেন অনেকেই।

তবে অত্যধিক গরমের জেরে ক্যাফেতে দীর্ঘক্ষণ বসে থাকায় অস্বস্তিতে পড়ছেন আবেদনকারীরাও। এদিন রাসমেলা মাঠ সংলগ্ন একটি ক্যাফেতে ফর্ম ফিলআপ করতে এসেছিলেন অমিতকুমার রায়। তিনি বলেন, ‘প্রতিটি দোকানেই এখন ভিড়। তাই গরম থাকলেও বেশ কিছুক্ষণ বসে থেকেই চাকরির আবেদন জমা করলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *