কোচবিহার: নতুন বছরের প্রথম দিন মন্দিরের বারান্দায় এসে ভক্তদের দেখা দেবেন কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন। মঙ্গলবার সকাল ৭.৩০টা নাগাদ মদনমোহনকে মন্দিরের বারান্দায় বের করা হবে। সারাদিন সেখানে থেকে রাতে ফের মন্দিরের গর্ভগৃহে ফিরবেন তিনি। দেবত্র ট্রাস্ট বোর্ডর বড়বাবু জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘প্রতিবারের মতো এবারেও নতুন বছরে মদনমোহন সকাল থেকে রাত পর্যন্ত বারান্দায় অধিষ্ঠান করবেন।’
নববর্ষ হোক কিংবা ইংরেজি নতুন বছর। যে কোনও বিশেষ অনুষ্ঠানেই ভিড় লক্ষ করা যায় মদনমোহন মন্দিরে। ভিড়ের কথা মাথায় রেখে মন্দিরজুড়ে কড়া পুলিশি নিরাপত্তার কথা জানিয়েছেন দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছরই ভক্তদের ভিড় দেখা যায় মন্দিরে। সে কারণে মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
এদিকে, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে কোচবিহারের মদনমোহন মন্দির। বাগান তৈরির পাশাপাশি সোমবারই মন্দির চত্বরও ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বারান্দায় নিয়ে আসা হয়েছে মদনমোহনের সিংহাসন। ভক্তদের ভিড় এড়াতে মন্দিরের বারান্দা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। নতুন বছর উপলক্ষ্যে সোমবার মন্দির সংলগ্ন রাস্তায় নাগরদোলা এবং দোকানপাট বসতেও দেখা গিয়েছে।