Constable Laxmikant Mondal conquers Mount Everest, congratulations from Kolkata Police

Constable Laxmikant Mondal conquers Mount Everest, congratulations from Kolkata Police

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব আইচ ও নিরুফা খাতুন: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। আজ মঙ্গলবার সকালে তিনি শৃঙ্গ জয় করেছেন। এই খবর জানার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন মহলে উচ্ছ্বাস দেখা গিয়েছে। কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল থেকে তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ছবি-সহ লেখা পোস্ট করা হয়েছে।

লক্ষ্মীকান্ত দাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত। লক্ষ্মীকান্ত দাসের দীর্ঘদিন থেকে পাহাড়ে চড়ার নেশা। একাধিক শৃঙ্গ তিনি জয়ও করেছেন। এরপর তিনি মনস্থ করেছিলেন মাউন্ট এভারেস্ট অভিযানে যাবেন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফিরবেন কর্মক্ষেত্রে। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। তবে সেজন্য কাজে তিনি কোনওভাবে খামতি দেননি। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য রওনা হয়েছিলেন কলকাতা পুলিশের এই কনস্টেবল। তার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নগরপাল মনোজ বর্মা-সহ কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা।

নেপালের পথ দিয়ে এই পর্বতারোহন অভিযান শুরু হয়। এই অভিযানে তাঁর সঙ্গে আছেন নেপালের দৃষ্টিহীন প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, তেনজিং শেরপা (গেলবা), গীতা সামোতা ও লাকপা শেরপা। এঁদের মধ্যে দু’জন শেরপা। এক সংস্থার মাধ্যমে এই অভিযানে গিয়েছেন তাঁরা। নির্দিষ্ট সময়ে তাঁরা বেসক্যাম্প থেকে রওনা হয়েছিলেন। আবহাওয়া অনুকূল থাকায় নির্দিষ্ট লক্ষ্যে তাঁদের এগিয়ে যেতে সমস্যা হয়নি। ধীরে ধীরে লক্ষ্মীকান্তরা শৃঙ্গজয়ের পথে এগোতে থাকেন। জানা গিয়েছে, আজ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তাঁরা। দৃষ্টিহীন প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো এভারেস্ট জয় করে ইতিহাসে নজির তৈরি করলেন। নির্দিষ্ট পথে পর্বতারোহীরা বেসক্যাম্পের পথে নেমে আসছেন বলে জানা গিয়েছে।

লক্ষ্মীকান্তের মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয়ের খবর পরিবার-সহ কলকাতা পুলিশের আধিকারিকদের কাছেও পৌঁছয়। এরপরই এদিন দুপুরে কলকাতা পুলিশের পক্ষ থেকে লক্ষ্মীকান্তদের শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়। লেখা হয়েছে, “তিনজনকেই স্যালুট, তাঁদের দৃঢ় সংকল্প এবং সাহসিকতার জন্য। বিশেষভাবে অভিনন্দন আমাদের লক্ষ্মীকান্তকে। শৃঙ্গবিজয়ের তাঁর এই সফর থাকুক অব্যাহত!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *