উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গোর চার্চে এলোপাতাড়ি গুলি চালাল জঙ্গিরা। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ১ টা নাগাদ পূর্ব কঙ্গোর (Congo) কোমান্ডায় এই হামলা হয়েছে। জানা গেছে, উগ্রবাদি ‘ইসলামিক স্টেট’ মদতপুষ্ট অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্স বা (এডিএফ) জঙ্গিরা এই হামলা চালিয়েছে। চার্চে হামলার পাশাপাশি এলাকার একাধিক বাড়িতেও আগুন ধরানো হয়েছে।
উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী এলাকায় অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্স সক্রিয়। সাধারণ মানুষের উপরে নিয়মিত হামলা চালানোর অভিযোগ উঠেছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। কঙ্গোর সামরিক বাহিনীও এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু যে এলাকায় হামলা চলেছে সেখানে এই গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে। সেখানকার সাধারণ মানুষ সেনাবাহিনীকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। যদিও কঙ্গোর সেনাবাহিনীর এক মুখপাত্র ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা আরও বেশি।