Commerce deal | বাণিজ্যচুক্তি সারল আমেরিকা-চিন, এবার ভারতের পালা! ট্রাম্পের কথায় কীসের ইঙ্গিত?

Commerce deal | বাণিজ্যচুক্তি সারল আমেরিকা-চিন, এবার ভারতের পালা! ট্রাম্পের কথায় কীসের ইঙ্গিত?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই ভারতের সঙ্গে বেশ বড় বানিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা! চিনের সঙ্গে বানিজ্য চুক্তি সেরে এমনটাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, বুধবার চিনের সঙ্গে বানিজ্যচুক্তি সেরেছে আমেরিকা। এই চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও এই প্রসঙ্গ ওঠা মাত্রই ভারতের কথা উল্লেখ করেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা সবে মাত্র চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলাম। সবার সঙ্গে আমরা চুক্তি করব না। তবে কিছু দারুণ চুক্তি হবে। যেমন পরেরটাই হয়তো হবে ভারতের সঙ্গে। খুব বড় চুক্তি হবে সেটা।’

প্রসঙ্গত, মার্কিন মুলুকে আমদানি হওয়া পণ্যে রপ্তানির সমপরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প। সেই হিসাবে ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক চাপানোর কথা ছিল আমেরিকার। এপ্রিল থেকে বর্ধিত এই শুল্ক আরোপ হওয়ার কথা থাকলেও তার আগেই হোয়াইট হাউজের তরফে এই বর্ধিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। এই স্থগিতাদেশ বাকি সব দেশের ক্ষেত্রে কার্যকরি করা হলেও চিন ছিল ব্যতিক্রম। উলটে চিনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। যার পালটা আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ শুল্ক চাপায় চিন। এসবের মাঝেই বানিজ্যিক সমঝোতার পথে হাটার জন্য জুনে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউজে প্রতিনিধি স্তরের বৈঠক হয় আমেরিকা-চিনের। সেই আবহেই এবার বানিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা-চিন।

এদিকে মে মাসে ভারতের সঙ্গে আমেরিকার বানিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। গত ১০ জুন দেশের বানিজ্য মন্ত্রী পীযূষ গয়াল বলেছিলেন, “দুই দেশের অর্থনীতিই লাভবান হয় এমন দিকটি মাথায় রেখে স্বচ্ছ বাণিজ্যচুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে।” এবার ভারতের সঙ্গে ট্রাম্পের ‘বড় চুক্তি’-র ঘোষণার পর আদতে এই বানিজ্য চুক্তি কবে সম্পন্ন হয় এবং তার ফলে কতোটা লাভবান হয় ভারত, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *