বাগডোগরা: শুক্রবার মাঝরাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে তান্ডব চালায় একটি দলছুট মাকনা হাতি। এরপর থেকে সারারাত এবং শনিবার সারাদিন ক্যাম্পাসের ভেতরেই ছিল হাতিটি। শনিবার বিকেল ৫ টা নাগাদ বন বিভাগের সিসিএফ (হিল সার্কেল) সমীর গজমের, এডিএফও রাহুল দেব মুখোপাধ্যায় সহ ৭টি রেঞ্জের প্রায় শতাধিক কর্মী মিলে হাতিটিকে গাইড করে বনে ফেরানোর কাজ শুরু করেন। কিন্তু সমস্যা দেখা দেয় বিকেল থেকে কয়েক হাজার উৎসুক মানুষের ওই এলাকায় হাতি দেখতে ভিড় জমানো নিয়ে। বনকর্মীরা শুরুতে হাতিটিকে গাইড করে ক্যাম্পাস থেকে বের করার সময় পাচিলের দিকে এগিয়ে নিয়ে যাবার পথে ফের শালবনে ঢুকে পড়েন গজরাজ। হাতিটিকে রাত সাড়ে ৭ টা নাগাদ শালবন থেকে গাইড করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চা বাগানে নিয়ে যান বনকর্মীরা। এরপর রাত সাড়ে ৯ টা নাগাদ হাতিটিকে ক্যাম্পাস থেকে বের করে তারাবাড়ি গ্রাম হয়ে বাগডোগরা জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এরই মধ্যে দিয়ে স্বস্তি ফিরে আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।