CM Mamata Banerjee | ‘বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না’, কামারপুকুরের রামকৃষ্ণ মঠ থেকে হুংকার মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee | ‘বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না’, কামারপুকুরের রামকৃষ্ণ মঠ থেকে হুংকার মুখ্যমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘স্বামীজি বাংলায় কথা বলতেন। আর এরা বলছে বাংলা বলে কোনও ভাষা নেই,’ রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে বিরোধী শিবিরকে ঠিক এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি ঐক্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘আমাদের মধ্যে মানে আমাদের রাজ্যে কোনও ভাগাভাগি নেই।’

সম্প্রতি কাজের সূত্রে দেশের একাধিক রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলার কারণে পুলিশের হাতে হেনস্তা হতে হয়েছে। এই সমস্ত ঘটনা সামনে আসতেই ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শহিদ দিবসের মঞ্চ থেকেও বাংলা ভাষার অধিকার নিয়ে মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, বাংলা ভাষা (Bengali language) অর্থাৎ মাতৃভাষা রক্ষা করার দাবিতে দলীয় নেতা-কর্মীদের পথে নামার বার্তাও দিয়েছেন মমতা। এই আবহে মঙ্গলবার কামারপুকুর বাংলা ভাষা এবং বাংলা ভাষার ইতিহাস তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

এদিন কামারপুকুরের (Kamarpukur) রামকৃষ্ণ মিশন ও মঠের নতুন অতিথি নিবাস, ভোগঘর এবং পার্কিং সেন্টারের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বামীজি বাংলায় কথা বলতেন। আর বলছে নাকি বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলা ছাড়া ভারত হয় না। বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না। বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না। ছোট থেকেই মা-বাবা রামকৃষ্ণদেবদের কথা শিখিয়েছেন। তা মাথায় আছে। যা ব্রেনে আছে, কখনও তা ড্রেনে যাবে না।’

অন্যদিকে, এদিন এলাকা এবং মঠের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *