CM Mamata Banerjee | প্রস্তুতি সারা, আজ অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee | প্রস্তুতি সারা, আজ অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লন্ডন সফরের পঞ্চম দিন (London tour)। এই কয়েকদিনে ভারতীয় দূতাবাসে সৌজন্য বৈঠকের পাশাপাশি শিল্প সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে চলেছে প্রাত্যহিক মর্নিং ওয়াক ও লন্ডন ঘুরে দেখা। মুখ্যমন্ত্রীর কর্মসূচির সব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তবে মুখ্যমন্ত্রীর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন লন্ডনের কেলগ কলেজের (Kellogg Faculty) আমন্ত্রণে ভাষণ দেবেন।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে সবগুলি আসনই বুক হয়ে গিয়েছে। ফলে আপাতত খোশ মেজাজেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সামাজিক উন্নয়ন- বালিকা শিশু ও নারীর ক্ষমতায়ন’ বিষয়ে নিজের বক্তব্য মোটামুটি তৈরি করে নিয়েছেন তিনি। আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। থাকবেন কেলগ কলেজের সভাপতি অধ্যাপক জনাথন মিচি এবং কলেজের ফেলো তথা শিল্পোদ্যোগী করণ বিলিমরিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *