CM Mamata Banerjee | ‘পশ্চিমবঙ্গ একটা নৌকা!’ বন্যা পরিস্থিতি নিয়ে কেন একথা বললেন মুখ্যমন্ত্রী?

CM Mamata Banerjee | ‘পশ্চিমবঙ্গ একটা নৌকা!’ বন্যা পরিস্থিতি নিয়ে কেন একথা বললেন মুখ্যমন্ত্রী?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষার আগেই উত্তরবঙ্গ নিয়ে বিশেষভাবে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর এই চিন্তার বহিঃপ্রকাশ দেখা গেল উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে। বিপর্যয় রুখতে আগেভাগেই বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের (North Bengal) বন্যা পরিস্থিতির পাশাপাশি গোটা রাজ্যের ক্ষেত্রেও বর্ষার সময় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরকন্যায় (Uttarkanya) প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বর্ষা এলে উত্তরবঙ্গের পরিস্থিতি কতটা ভয়াবহ হয় তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্ষা এসে গেছে। কন্ট্রোল রুম এখন থেকে চালু করতে হবে। এনডিআরএফ-কে সতর্ক থাকতে হবে। সিকিমে বর্ষা হলে ডুবব, ঝাড়খন্ডে বর্ষা হলে আমরাও ডুবব, ভুটানে বর্ষা হলেও ডুবব। রাজ্য হচ্ছে নৌকার মতো। ভুটান হঠাৎ জল ছাড়লে আলিপুরদুয়ার ভেসে যায়। বন্যা হলে অসাম ত্রাণের টাকা পায়। আমরা পাই না। বেশি কথা বলে তিক্ততা বাড়াতে চাই না।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘অনেকগুলি বাধ মেরামত করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ ও গঙ্গা ভাঙন কেন্দ্রের হাতে ছিল। এখনও আছে। কিন্তু বিগত ১৫ বছর ধরে বন্যা বিপর্যয়ের জন্য আমরা কোনও টাকা পাই না। তবুও এই আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমি চাই উত্তরকন্যাতেও একটি ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়। যা ২৪ ঘণ্টাই অ্যাক্টিভ থাকবে। প্রতিটি জেলার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের যোগাযোগ থাকবে। এরই সঙ্গে বর্ষা এলেই বেশি করে গাছ লাগান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *