CM Mamata Banerjee | দুবাই পৌঁছে লন্ডনের উদ্দেশে পাড়ি মমতার, দুপুরে নামবেন হিথরো বিমানবন্দরে

CM Mamata Banerjee | দুবাই পৌঁছে লন্ডনের উদ্দেশে পাড়ি মমতার, দুপুরে নামবেন হিথরো বিমানবন্দরে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবাই (Dubai) পৌঁছানোর পর এবার সেখান থেকে বিমানে লন্ডনের (London) উদ্দেশে পাড়ি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভারতীয় সময় ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ দুবাই থেকে যাত্রা শুরু করে বিমান। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোত বিমানবন্দরে নামবে মমতার উড়ান।

শনিবার সকালেই কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে শুক্রবার গোটা দিনের জন্য বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। ফলে প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লন্ডন যাত্রার সময়। অবশেষে শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রথমে হিথরোর বদলে গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের কথা ভাবা হচ্চিল। যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতেই হিথরো বিমানবন্দরেরই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দমদম বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘চার-পাঁচদিনের জন্য আমরা থাকছি না। তবে এখানকার সঙ্গে আমার সর্বক্ষণ যোগাযোগ থাকবে। কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’ সময় পিছিয়ে যাওয়ায় কারণে এই সফর যে ক্লান্তিকর হতে চলেছে, সেকথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই লন্ডনে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এছাড়াও বাকি দিনগুলিতে বাণিজ্য বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের আমন্ত্রণে ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে, এই ক’দিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে যাতে রাজ্যের প্রশাসনিক কাজকর্মে কোনও অসুবিধা না হয়, সেজন্য আগেই ৫ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *