উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২২ অগাস্ট তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন (Metro route inauguration) করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে তাঁকে একটি আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, কয়েকটি নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। যার অন্যতম কারণ সম্প্রতি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্তার অভিযোগ উঠেছে। যা নিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। মমতার দাবি, বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি রীতিমতো ভাষাসন্ত্রাস চলছে। তাই এই অনুষ্ঠানে যাবেন না তিনি।
এছাড়াও মুখ্যমন্ত্রীর দাবি, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই নতুন রুট, নতুন লাইন, থেকে শুরু করে নতুন প্রকল্পের পরিকল্পনা করেছিলেন। রেলমন্ত্রী হিসেবে গোটা বাংলায় নজিরবিহীন কাজ করেছিলেন তিনি। কিন্তু সেই কাজগুলিই দেরি করিয়ে এখন ভোটের আগে উদ্বোধন করে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি মমতা এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে, বিজেপি বাংলায় ভোটে টিকতে না পেরে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করছে, প্রাপ্য টাকা আটকে দিচ্ছে। এর বিরুদ্ধে সংসদে এবং রাজপথে আন্দোলনেও নেমেছে তৃণমূল।
এমনকি এর আগেও সাংবিধানিক পদকে সম্মান জানিয়ে কেন্দ্রের আমন্ত্রণ রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে তাঁর সঙ্গে বিজেপি সমর্থকরা পরিকল্পিতভাবে অপমানজনক আচরণ করেছিলেন বলে অভিযোগ। ফের সেই ধরনের নিন্দনীয় কাজের সুযোগ দিতে চান না মমতা। তাই সমস্ত দিক মাথায় রেখেই রেলের এই অনুষ্ঠানে যাবেন না বাংলার মুখ্যমন্ত্রী।