উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবার সরাসরি রাজপথে নেমে তার প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে এদিন রাজপথে নামে তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী নিজে, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদি প্রত্যাশিত ভাবেই মমতা তীব্র আক্রমণ করেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)) নিশানা করে মমতা বলেন, ‘বাঙালিদের ওপর এত রাগ কেন? কী ক্ষতি করেছে বাঙালি আপনাদের? মনে রাখবেন, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না।’ মমতা বলেন, ‘আপনারা কী করছেন? এটা মোর দ্যান ইমার্জেন্সি।’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, গোপনে নোটিফিকেশন জারি করেছে কেন্দ্র। তাতে স্পষ্ট বলা হয়েছে, বাংলায় কথা বললে গ্রেপ্তার, আত্মীয়র বাড়িতে গেলে ডিটেনশন ক্যাম্প! ২২ লক্ষ মানুষের ওপর অত্যাচার চলছে। এর প্রতিবাদে প্রয়োজনে দেশের অন্য জায়গাতেও আন্দোলন হবে বলে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। অনুপ্রবেশ প্রশ্নেও এদিন তৃণমূলনেত্রীর নিশানায় ছিল কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ‘বর্ডার কে দেখে? স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) না? তাহলে দোষ আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে কেন ?