উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার অর্থাৎ আজ মুর্শিদাবাদ (Murshidabad) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুতি, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি। জানা গিয়েছে, অশান্তিতে বিপর্যস্ত এলাকায় গিয়ে কথা বলবেন স্থানীয়দের সঙ্গে।
তিনদিনের মুর্শিদাবাদ সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে তিনি পৌঁছোবেন বহরমপুরে। সেখানে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ যাবেন। ধুলিয়ানে অশান্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই সফর করবেন মমতা। সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভাও রয়েছে তাঁর। একাধিত পরিষেবা প্রদান হবে ওই সভা থেকে। এছাড়া প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে বলে জানা গিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রীর কলকাতায় (Kolkata) ফেরার কথা।
ওয়াকফের প্রতিবাদে এপ্রিলে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। মৃত্যু হয় তিনজনের। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ান ও সামশেরগঞ্জে যাবেন। অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন।
এদিকে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেন। এদিন মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।