উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে (Cloudburst in Uttarakhand)। চামোলিতে (Chamoli) হড়পা বানের মতো পরিস্থিতি। শুক্রবার রাতে সাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ একাধিক।
থারালি বাজার, কোটদীপ এবং থারালি তেহশিল অঞ্চলের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে গিয়েছে। তেহশিল এলাকায় পার্কিংয়ে থাকা বহু গাড়িরও ক্ষতি হয়েছে। চেপদাঁও বাজার ও থারালি বাজারের অনেক দোকানে জল-কাদা ঢুকেছে। চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানান, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মিনগ্গেডেরার কাছে থারালি-গোয়ালদাম রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। থারালি-সাগওয়ারা রাস্তাও বন্ধ। জেলা প্রশাসন, এসডিআরএফ, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজ চলছে। ঘরছাড়া সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ। ইতিমধ্যে একাধিকজনকে বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
🚨 थराली क्षेत्र से आपदा अपडेट 🚨
बीती रात्रि थाना थराली क्षेत्र में हुई अतिवृष्टि से जनजीवन प्रभावित हुआ। स्थिति की गंभीरता को देखते हुए थाना थराली पुलिस ने रात्रि में ही मुस्तैदी दिखाते हुए स्थानीय लोगो को सतर्क किया तथा घरों से निकालकर सुरक्षित स्थानों पर पहुँचाया। pic.twitter.com/5MaiBgTc5D
— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 23, 2025
সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। সেখানে তিনি লেখেন, ‘গতকাল রাতে চামোলি জেলার থারালি থেকে মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করছি।’