উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছুয়ে ফেলেছিলেন সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরা হলো না আর। মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল এক বাঙালি পর্বতারোহীর। মৃতের নাম সুব্রত ঘোষ। প্রায় ১৭ ঘন্টা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের অদূরবর্তী হিলারি স্টেপের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি। সূত্রের খবর, সুব্রতর সঙ্গে রূম্পা দাস নামে আরও একজন পর্বতারোহী ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় ক্যাম্প-৪ এ রয়েছেন। জানা গিয়েছে, মৃত পর্বতারোহী রানাঘাটের বাসিন্দা ছিলেন।