উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুদিন পরই রাজ্য থেকে বিদায় জানাবে শীত (Climate Replace)। তার আগেই ফের রাজ্যে পারদ পতন। বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমই থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃহস্পতিবার কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।