উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পাাহাড়ে বরফ পড়তে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক।
এখনই শীত বিদায় নিচ্ছে না। রাত ও ভোরের দিকে ভালোরকম ঠান্ডা অনুভূত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে দাঁড়াতে পারে ২০০ থেকে ৫০ মিটারে।
অন্যদিকে, সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে নিম্নমুখী হবে তাপমাত্রা। তবে রবির পর থেকে তাপমাত্রা আবার একটু একটু করে বাড়তে শুরু করবে। কলকাতায় সকাল থেকে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা।