উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ আজ উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং এবং কোচবিহার জেলায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
অন্যদিকে, দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সতর্কতা জারি করা হয়েছে।