উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে এখনই বৃষ্টি থামছে না বঙ্গে। সপ্তাহজুড়ে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার শুধু জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবারের পরে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এরপর দু’দিন বৃষ্টির পরিমাণ কমলেও ফের বুধবার থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। তবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু জেলায়। শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়।