উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Climate Replace)। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সোমবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির আশঙ্কা।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। বৃহস্পতিবার উত্তরের সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং জেলায়। শনিবারও দার্জিলিংয়ের পাশাপাশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।