উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনি-রবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত। অস্বস্তি বাড়াবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) আগামী দু’দিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। এরপর তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু’একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। সেই কারণে আগামী ৭২ ঘণ্টা অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।