উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহভর দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের চেয়ে কম। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ির উপর দিয়ে অসমের হাফলং বরাবর দক্ষিণ-পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তাছাড়া, মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এর ফলে রাজ্যে ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) সপ্তাহভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। পাহাড়েও ধস নামার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।