উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই (CJI BR Gavai)। বর্তমানে দিল্লির (Delhi) একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে সংক্রমণের (An infection) জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রধান বিচারপতি। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসায়ও তিনি ভালো সাড়া দিচ্ছেন বলেই খবর।
সম্প্রতি হায়দরাবাদে গিয়ে নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গাভাই। নানা কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তিনি। সেই সময়ই তিনি গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন বলে খবর। এরপরই তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হল হাসপাতালে। যার জন্য আপাতত শীর্ষ আদলতের বিচারকার্যের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। তবে আশা করা হচ্ছে, আগামী দু’-একদিনের মধ্যেই প্রধান বিচারপতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এরপরই ফের কাজে যোগ দেবেন তিনি।