Chopra | এটিএম লুটের সঙ্গে যোগ! চোপড়ায় ধৃত ৪ হরিয়ানার বাসিন্দা

Chopra | এটিএম লুটের সঙ্গে যোগ! চোপড়ায় ধৃত ৪ হরিয়ানার বাসিন্দা

খেলাধুলা/SPORTS
Spread the love


চোপড়া: এটিএম লুটের (ATM Theft) সঙ্গে যুক্ত সন্দেহে মঙ্গলবার রাতে ৪ জনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ (Chopra)। চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকেই হরিয়ানার (Haryana) বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কালীগঞ্জ বাজার এলাকায় কিছুদিন থেকে বাড়িভাড়া নিয়ে বসবাস করছিল। ধৃতদের বুধবার ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে যেহেতু ঘটনার তদন্ত চলছে, তাই এখনই পুলিশকর্তারা বিশদে মুখ খুলতে রাজি নন। সম্প্রতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এটিএম লুটের পরপরই শিলিগুড়ির চম্পাসারিতে আবার এটিএম লুটের ঘটনা ঘটেছিল। সেসব ক্ষেত্রে বাইরে থেকে আসা দুষ্কৃতীদের যোগসাজশই সামনে এসেছে। ধৃত ৪ জনের ব্যাপারেও বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *