কিশনগঞ্জ: বৈধ নথি ছাড়াই নেপাল থেকে ভারতে ঢুকে গ্রেপ্তার দুই চিনা নাগরিক। পুলিশ ও এসএসবি যৌথ অভিযানে এই দুই বিদেশি গ্রেপ্তার হয় বিহারের ইন্দো নেপাল সীমান্ত মধুবনির ২৮৪/৩৫ নম্বর পিলারের কাছে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য তাদের মধুবনি সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, ধৃতদের নাম বু হেলং(৩৮)ও শেঙ জুং ইয়ং (৩০)। দুইজন চিনের লিয়ান অনিং রাজ্যের দালিয়ান সিটির বাসিন্দা। এদের মধ্যে একজন সামান্য ইংরেজি জানলেও দ্বিতীয়জন চিনা ভাষায় কথা বলেন। এদের জিজ্ঞাসাবাদে দোভাষীর সাহায্য নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনও রকম পাসপোর্ট ভিসা ছাড়াই নেপাল হয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছিল। ভারতে প্রবেশ করেই এই দুই চিনা নাগরিক সীমান্তের ছবি তুলছিল। বিষয়টি নজরে আসে এসএসবির। সেই সময়ই তাদের আটক করে তুলে দেয় মধুবনী পুলিশের হাতে।
সূত্রের খবর, এই দুই বিদেশি ২৭ ফেব্রুয়ারি চিনের সাংহাই প্রদেশ থেকে আকাশ পথে কাঠমান্ডু আসেন। দীর্ঘ বহুদিন ধরে তাঁরা নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে বেরায়। কাঠমান্ডু থেকে সড়ক পথে ভারতের জনকপুরে আসে ২৬ মে। সেখানে একটি হোটেলে রাত্রিবাস করেন তাঁরা। অপরদিকে এরা কেন নেপাল থেকে ভারতে প্রবেশ করছিল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।