China Visa | ৭৪ দেশের জন্য ভিসার বাঁধন আলগা করল চিন, তালিকায় ভারত আছে কি?

China Visa | ৭৪ দেশের জন্য ভিসার বাঁধন আলগা করল চিন, তালিকায় ভারত আছে কি?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পথ চেনা থাক বা না থাক, চিনে যেতে আর ভিসা লাগবে না। চিন এখন আরও উন্মুক্ত। ভিসা ছাড়াই সে দেশে এখন থেকে যেতে পারবেন ৭৪টি দেশের নাগরিকরা। তবে পরিতাপের কথা ভারত নেই সেই তালিকায়।
তবে ঘটা করে নয়, চুপিসারেই দরজা খুলেছে বেজিং। তারা জানিয়েছে, ৭৪টি দেশের পর্যটকরা ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ঘুরতে পারবেন চিনে। নতুন এই সিদ্ধান্তে ইতিমধ্যে ২ কোটি বিদেশি পর্যটক ঢুকে পড়েছেন চিনা মুলুকে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

গত ডিসেম্বরে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য চিনে প্রথম ভিসামুক্ত প্রবেশ চালু হয়। পরে একে একে ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিও তালিকায় যুক্ত হয়। ১৬ জুলাই আজারবাইজানও এই তালিকায় যোগ হচ্ছে।

এই খবরে পর্যটন ব্যবসায়ীরা রীতিমতো উল্লসিত। ইতিমধ্যে সাংহাই ভিত্তিক ট্রিপডটকম জানিয়েছে, বছরের প্রথম তিন মাসেই হোটেল বুকিং ও ফ্লাইট রিজার্ভেশন দ্বিগুণ হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ পর্যটকই ভিসামুক্ত দেশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *