China on Operation Sindoor | ‘দুঃখজনক’, পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিক্রিয়া চিনের

China on Operation Sindoor | ‘দুঃখজনক’, পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিক্রিয়া চিনের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবির ধ্বংস করতে ভারতের প্রত্যাঘাতকে ‘দুঃখজনক’ আখ্যা দিল চিন (China on Operation Sindoor)। এক বিবৃতিতে চিন সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘যে পরিস্থিতি চলছে তাতে আমরা উদ্বিগ্ন, ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসবাদী হামলা চালিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্টী ২৬ জন হিন্দু পর্যটককে খুন করেছে। তাদের ধর্ম পরিচয় নিশ্চিত করার পরই খুন করা হয়। এই নৃশংসতায় শিউরে ওঠে সারা বিশ্ব।  পাকিস্তানের পরম বন্ধু বলে পরিচিত চিনও ঘটনার নিন্দা করে। হামলার সুষ্ঠু ও দ্রুত তদন্তের পাশাপাশি সংযম বজায় রাখার আহ্বান জানায় শি জিনপিংয়ের সরকার। এবার ভারত যখন পালটা প্রত্যাঘাত করে পাকিস্তানের বহওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরাবাদের মতো এলাকায় ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, নিকেশ করেছে প্রায় শ’খানেক সন্ত্রাসবাদীকে (Operation Singoor) তখন সেই হামলাকে ‘দুঃখজনক’ বলে বিবৃতি দিল চিন। গত ২৭ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে ফোন করে পহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। পাকিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করেন। ওয়াং ই আগেই জানান, যে চিন ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।  চিন এই ঘটনার যত তাড়াতাড়ি সম্ভব  নিরপেক্ষ তদন্তকে সমর্থন করে, কারণ এই সংঘাত ভারত বা পাকিস্তানের মৌলিক স্বার্থ রক্ষা করে না, এমনকি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায়র পক্ষেও নয়।  একই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয় চিন বোঝে বলেও জানিয়েছেন ওয়াং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *