উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকাকে পালটা দিল চিন। গত শনিবার চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে শি জিনপিং সরকার।
মার্কিনমুলুক থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম ও বড় গাড়ির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে চিনা সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
শনিবার চিনের পাশাপাশি কানাডা, মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এই দুই দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করা হয়। তবে আপাতত কানাডা ও মেক্সিকোর উপর কার্যকর হচ্ছে না ট্রাম্পের শুল্কনীতি। এই সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
অন্যদিকে, বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা বা চিন যে পথে হাঁটছে, সেটা কার্যত বাণিজ্য যুদ্ধেরই ইঙ্গিত। এতে বিশ্বের বাজারে অস্থিরতার আশঙ্কা রয়েছে।