উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে মাওবাদী দমন অভিযান। কিন্তু তারপরও নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সোমবার সকালে ছত্তিশগড়ের (Chhattishgarh) বিজাপুর এলাকার বস্তারে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের। আহত আরও তিনজন। ওই এলাকাটি বরাবরই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এদিন সকালে নিরাপত্তাবাহিনীর কয়েকজন জওয়ান বিজাপুরের ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দিচ্ছিলেন। তখনই অসাবধানতাবশত মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরকে পা দিলে সেটি ফেটে যায়। এতে চারজন জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাঁর মৃত্যু হয়। নিহত ওই জওয়ানের নাম দীনেশ নাগ। তিনি রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) কর্মী ছিলেন। বাকিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল।