Chhattisgarh | ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ১০ মাওবাদী, হত শীর্ষ নেতার মাথার দাম ছিল এক কোটি

Chhattisgarh | ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ১০ মাওবাদী, হত শীর্ষ নেতার মাথার দাম ছিল এক কোটি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) গাড়িয়াবন্দ (Gariyaband) জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ১০ মাওবাদী। মৃতদের মধ্যে রয়েছে মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বলকৃষ্ণ। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে মৈনপুর অরণ্য এলাকায় অভিযান চালায় ই-৩০ (E-30), এসটিএফ (STF) এবং কোবরা (COBRA) ব্যাটালিয়নের যৌথ দল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গুলির লড়াই আরও তীব্র হয়।

প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, মৃত ১০ জনের মধ্যে রয়েছে সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ। বহু বছর ধরে তার সন্ধান করছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, কয়েক মাস ধরেই ছত্তিশগড়জুড়ে মাওবাদী দমন অভিযান চলছে। এই অভিযানও তারই অঙ্গ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *