উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের একটি উল্লেখযোগ্য নাম চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বিশেষ করে তাঁকে টেষ্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে তুলনা করা হত। ৩৭ বছর বয়সি পূজারা রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁর ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারকে ইতি টানলেন। তিনি তাঁর ইন্সটাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘ভারতের জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া এবং প্রতিবারই মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ক্রিকেটের (Cricket) সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’
২০১০ সালে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয় পূজারার। তাঁর ১৫ বছরের কেরিয়ারে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। গড়ে ৪৩.৬০ করে মোট ৭১৯৫ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি। এছাড়াও ৫টি একদিনের ম্যাচ এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। শেষ টেস্ট খেলেন ২০২৩ সালে। সেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Check Championship) ফাইনাল। ভারত সেই ম্যাচে হেরে গিয়েছিল। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। সদ্য বাদ পড়েছেন দলীপ ট্রফির (Duleep Trophy) দল থেকেও। সেই হতাশাতেই সম্ভবত অবসরের (Retirement) সিদ্ধান্ত।