Chapramari | এক ঘণ্টার মধ্যে দু’বার! জরুরিকালীন ব্রেক কষে হাতির পালের প্রাণরক্ষা ট্রেনচালকের

Chapramari | এক ঘণ্টার মধ্যে দু’বার! জরুরিকালীন ব্রেক কষে হাতির পালের প্রাণরক্ষা ট্রেনচালকের

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: এক ঘণ্টার মধ্যে দু’বার জরুরিকালীন ব্রেক (Emergency break) কষে হাতির পালকে রক্ষা করল ট্রেনচালক। শুক্রবার পড়ন্ত বিকেলে ঘটনা দু’টি ঘটেছে চালসা ও নাগরাকাটা রেলস্টেশনের মাঝে চাপড়ামারি জঙ্গলচেরা রেলপথে (Chapramari)।

প্রথম ঘটনাটি ঘটে বিকেল সওয়া ৫টা নাগাদ। আপ মহানন্দা এক্সপ্রেসের দুই চালক মুকেশ কুমার ও আরকে মাহাতোর হঠাতই নজরে আসে ৬৭/৮-৯ নম্বর পিলারের কাছে একটি শাবক সহ দু’টি হাতি রেললাইনের ওপরে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে তাঁরা ট্রেনটিকে নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে দেন।

এরপর সওয়া ৬টা নাগাদ ওই রুটেই ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দুই চালক সুজিত কুমার সিং ও রণজিৎ কুমারকেও ঠিক একই পরিস্থিতির মুখে পড়তে হয়। তাঁদের ক্ষেত্রে শাবক সহ দু’টি হাতি ৬৮/৯-৫ নম্বর পিলারের কাছে রেললাইন ধরে হাঁটছিল। তাঁরাও ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন। হাতিগুলি জঙ্গলে ঢোকার পরই ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন।

উল্লেখ্য, এই নিয়ে চাপড়ামারির ওই রুটে পরপর কয়েকবার হাতি রক্ষার ঘটনা ঘটল। তবে এত সতর্কতার মাঝেও দিন তিনেক আগেই সেবক ও বাগ্রাকোট রেলস্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি হাতির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *