উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক নজির আফগানিস্তানের। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে কার্যত দুরমুশ করে জয় হাসিল করলেন ইব্রাহিম জাদরানরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় আফগানরা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেই কামব্যাক করে আফগানিস্তান। এদিন প্রথমে ব্যাট করে তাঁরা ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে করে ৩২৫ রান। জবাবে ইংল্যান্ড ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে করে ৩১৭ রান। এই ম্যাচে মাত্র ৮ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংল্যান্ড। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে আফগানদের।
বুধবার আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যে এক অনবদ্য লড়াইয়ের সাক্ষী থাকল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। পাওয়ারপ্লের মধ্যে মাত্র ৩৭ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। গুরবাজ (৬), সেদিকুল্লা অটল (৪) এবং রহমত শাহ (৪) অল্প রান করে সাজঘরে ফিরে যান। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় এশিয়ার দলটি। ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ইব্রাহিম। প্রথমে অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি, পরে আজমাতুল্লা ওমরজাই এবং মহম্মদ নবির সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন ওপেনার জাদরান। ১২টি বাউন্ডারি, ৬টি ছক্কা হাঁকিয়ে ইংরেজ বোলারদের দুরমুশ করেন তিনি। উইকেটের অপর প্রান্ত থেকে ইব্রাহিমকে যোগ্য সঙ্গত করেন আজমাতুল্লা এবং নবি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারের শেষে ৩২৫ রান তোলে আফগান ব্রিগেড।
জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। ফিল সল্ট (১২) এবং জেমি স্মিথ (৯) চটজলদি সাজঘরে ফিরে যান। এই পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন বেন ডাকেট এবং রুট। ডাকেট ৪৫ বলে ৩৮ রানে আউট হলেও ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন রুট। হ্যারি ব্রুক (২১ বলে ২৫), বাটলার (৪২ বলে ৩৮), লিয়াম লিভিংস্টোনেরা (৮ বলে ১০) দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে আউট হলেন। শেষ দিকে রুটের সঙ্গে জুটি বাঁধেন জেমি ওভারটন।
এদিন রুট ওমরজাইয়ের বলে তাঁর ১১১ বলে ১২০ রান করে আউট হওয়ার পরেই হতাশা নেমে আসে ইংল্যান্ড শিবিরে। ১১টি চার এবং ১টি ছক্কা মারেন রুট। চাপের মুখে ওভারটন (২৮ বলে ৩২), আর্চারদের (৮ বলে ১৪) চেষ্টা কাজে আসেনি। আফগানিস্তানের সফলতম বোলার ওমরজাই ৫৮ রান দিয়ে ৫ উইকেট নিলেন। নবির ৫৭ রানে ২ উইকেট।
এ দিনের জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল আফগানিস্তান। সে জন্য ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে রশিদ খানদের। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩। আফগানিস্তান পরের ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ৪। অস্ট্রেলিয়া ৩ পয়েন্টেই থেকে যাবে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ড হারিয়ে দিলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে আফগানেরা।