চালসাঃ ফিল্মি কায়দায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক যুবকের কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিল জনাকয়েক দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাতাবাড়ি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন রাতে দক্ষিণ ধূপঝোড়ার ইউনূস পাড়ার যুবক রসূল হক কাজকর্ম সেরে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। তাঁর অনলাইন ব্যাংকিংয়ের টাকা লেনদেনের কারবার রয়েছে। সেই ব্যবসার ৫ লক্ষাধিক টাকা নিয়ে রাতে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় বাইক দাঁড় করায় কালো কাপড়ে মুখ ঢাকা চার দুষ্কৃতী। নিমেষে ধারালো অস্ত্র বের করে তারা একের পর এক আঘাত করে রসূলকে। তাঁর হেপাজতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাস্তায় লুটিয়ে পড়েন রসূল। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য নিয়ে যায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন জখম যুবক।
এদিকে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে যান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা। বহু মানুষও ছুটে যান হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের পাকড়াও করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।