উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কল্যাণীতে অনুষ্ঠিত সিএফএল(Calcutta Soccer League) ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ৩-২ গোলের ব্যবধানে আজকের এই ম্যাচ নিজেদের নামে করে নেয় লাল-হলুদ শিবির।
এদিন ম্যাচের শুরুতেই ১ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসন টিকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লাল হলুদের সায়ন বন্দ্যোপাধ্যায়। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার মরিয়া চেষ্টা শুরু করে মোহনবাগান। খেলার ৫৫ মিনিটে সবুজ মেরুনের হয়ে প্রথম গোলটি করেন লিওয়ান কাস্তানা। এরপরেই ৬৭ মিনিটে গোল করে খেলার ফল ২-২ করে দেন কিয়ান নাসিরি। কিন্তু এই গোলটির কিছুক্ষণ বাদেই ডেভিডের করা গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আর কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। ফলে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেই এদিন মাঠ ছাড়ে লাল-হলুদ শিবির।