CFL 2025 | মোহনবাগানকে হারিয়ে দিল কাস্টমস, সুপার সিক্সে যাওয়ার পথ কঠিন হল সবুজ-মেরুনের  

CFL 2025 | মোহনবাগানকে হারিয়ে দিল কাস্টমস, সুপার সিক্সে যাওয়ার পথ কঠিন হল সবুজ-মেরুনের  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্যালকাটা ফুটবল লিগে ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে গেল মোহনবাগান। এদিন শেষ মুহূর্তে ইনজুরি টাইমে গোল খেয়ে বসে সবুজ-মেরুন। ১-০ গোলে হেরে সুপার সিক্সে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল মোহনবাগান। এর ফলে মোহনবাগান চলে গেল লিগ টেবিলের ষষ্ঠস্থানে।

এদিন অধিনায়ক সন্দীপ মালিককে ছাড়াই মাঠে নেমেছিল মোহনবাগান। অপরদিকে ক্যালকাটা কাস্টমসের হয়ে মাঠ দাপিয়েছেন রবি হাঁসদা। এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখল দুই দলের সমর্থকরা। মনে করা হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করে নেবে পরস্পর দুই প্রতিপক্ষ। প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা করে দুই দলই। কিন্তু কোনও দলই সেই লক্ষ্যে পৌঁছতে পারছিল না। শেষ পর্যন্ত বাজিমাৎ করে কাস্টমস। খেলার শেষ বাঁশি বাজার আগেই মোহনবাগানের কফিনে পেরেক পুঁতে দেয় কাস্টমস। ইনজুরি সময়ের ৯৭ মিনিটে গোল করেন কাস্টমসের রৌনক পাল।

এখনও পর্যন্ত কলকাতা ফুটবল লিগে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। তারা গোল পার্থক্যে পয়েন্ট তালিকায় শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সংঘ। সুরুচি সঙ্ঘেরও ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ক্যালকাটা কাস্টমস। কাস্টমসেরও পয়েন্ট ১০ ম্যাচে ১৯। যেহেতু গোল পার্থক্যে তারা সুরুচির থেকে পিছিয়ে, সেহেতু তৃতীয় স্থানে রয়েছে কাস্টমস। মোহনবাগানের ৯ ম্যাচে ১৪ পয়েন্ট। তারা রয়েছে ষষ্ঠ স্থানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *