উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতের পরবর্তী জনগণনা বা আদমশুমারি (Census)। এবারই প্রথম জাতি উপজাতির বিস্তারিত তথ্য সংগ্রহ করে জনগণনা করা হবে বলে জানা গেছে। এর আগে ২০১১ সালে জনগণনা হয়। তারপর ২০২১ সালে এই গণনা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা করা যায়নি। যদিও সরকারি ভাবে ২০২৭ সালের ১ মার্চ জনগণনা শুরুর কথা বলা হলেও, প্রথম ধাপের কাজ শুরু হবে ২০২৬ সালের অক্টোবর মাসে। লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোতে আবহাওয়ার কারণে আগেভাগেই এই কাজ সেরে রাখা হবে।
শুধু জনসংখ্যার তথ্যের পাশাপাশি সামাজিক ও আর্থিক তথ্যও সংগ্রহ করা হবে বলে জানা গেছে। জাতি ও উপজাতি সংক্রান্ত তথ্যও এবারই প্রথম জনগণনায় যুক্ত করা হচ্ছে। জাতিগণনার বিষয়টি নিয়ে বিতর্ক চলেছে। বিরোধীদলগুলো আগেই জাতিগণনার দাবি তুলেছিল। বিহার সহ কয়েকটি রাজ্য জাতিগণনা করিয়েও নেয়। যদিও গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, ২০২৭ সালের আদমশুমারিতে জাত ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন থাকবে।