CDS on Operation Sindoor | পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়েছে ভারতীয় যুদ্ধবিমান, মানলেন সিডিএস অনিল চৌহান

CDS on Operation Sindoor | পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়েছে ভারতীয় যুদ্ধবিমান, মানলেন সিডিএস অনিল চৌহান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়েছে ভারতীয় যুদ্ধবিমান, অবশেষে তা মানলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা বৈঠকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি। তবে ঠিক ক’টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি সিডিএস।

শাংগ্রি-লা বৈঠকে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন যুদ্ধবিমান ধ্বংস নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি অনিল। তবে তিনি যা বলেছেন, তাতে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাক্ষাৎকারে সিডিএসকে জিজ্ঞেস করা হয়, ‘পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল?’ উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি সিডিএস। তবে তিনি বলেন, ‘জেট ধ্বংস হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কেন তা ধ্বংস হল, কী ভুল হয়েছিল, সেটা বোঝা ও তার সংশোধন গুরুত্বপূর্ণ।’ তাঁর সংযোজন, ‘আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং দ্রুত তা শুধরে দু’দিন পর ফের সেই কৌশল প্রয়োগ করেছি।’

সাক্ষাৎকারে সিডিএসকে জিজ্ঞেস করা হয়, পাকিস্তান দাবি করেছে, ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। এটা কি সত্যি? সিডিএস বলেন, ‘একদম ভুল।’

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এরপর প্রত্যাঘাত হানে ভারত। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ৮০-১০০ জন জঙ্গির মৃত্যু হয় প্রত্যাঘাতে। পরবর্তীতে পাকিস্তানের তরফে ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সেগুলি প্রতিহত করলেও পাক গোলাবর্ষণে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গ্রামগুলিতে বেশ কিছু বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলার পর গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *